ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে (chhi chhi vromor, laj lage na)

ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে।
তোমায় দেখে অঙ্গ জ্বলে, কি আশায় এখানে এলে॥
          ফুল তুলিলাম রাশি রাশি,
          জাগিয়া করিলাম বাসি,
যেখানে পোহালে নিশি, সেইখানে মন যাও হে চলে॥
গত নিশি কার কুঞ্জে মজেছিলে,
আমায়  বোক্‌কা করে বনমালী প্রভাতে দেখা দিতে এলে।
          এসো হে রসময়,
          হয়ে গেছে অসময়,
বয়ে গেলে ক্ষুধার সময়, ভালো লাগে কি সুধা দিলে॥
          নজরুল এসলাম বলে, ধনি,
          কালায় ফিরাও না, ও মানিনী,
বিনোদিনী রাধারানী, ভাসবে তুমি নয়ন জলে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। [২০] সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪০২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯০৭]
  • বিষয়াঙ্গ: কোনো পালা বা চাপান-উতোর সং-এর অংশ হিসেব পাওয়া যায় না। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।