ছিনু পাহাড়ি মেয়ে, ছিনু বনের পাখি (chhinu pahari meye, chhinu boner pakhi)

ছিনু পাহাড়ি মেয়ে, ছিনু বনের পাখি।
আমি চাঁপাডাঙা রায়গড়ে উঠিনু ডাকি॥
        পেয়েছি সুজন সকা,
        নহি আমি আর একা,
স্বজনে পেয়েছি দেখা, কেন দূরে থাকি॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। বনের মেয়ে পাখি। ত্রয়োদশ দৃশ্য। দ্বিতীয় গান। পাখির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৪৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৪০]
  • বিষয়াঙ্গ: 'বনের মেয়ে পাখি' পালার ১৩ সংখ্যক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।