অসীম আকাশ হাত্‌ড়ে ফিরে খুঁজিস রে তুই কা'কে? (oshim akash hatre fire khujis re tui kake?)

অসীম আকাশ হাত্‌ড়ে ফিরে খুঁজিস রে তুই কা'কে?
(তোর) দূরের ঠাকুর তোরই ঘরে কাছে কাছে থাকে॥
            মা হয়ে সে কোলে করে
            পিতা হয়ে বক্ষে ধরে
সে         প্রিয় হয়ে বন্ধু হয়ে বিলায় আপনাকে॥
ওরে      মন-কানা! তুই দেশে দেশে কোন্‌ তীর্থে যাবি?
তোর     খুল্‌লে মনের চোখ
কত       দেখ্‌বি নুতন লোক
            তোরই আশে পাশে সে যে হাসে দেখ্‌তে পাবি।
তুই       যাকে কেবল ভাবিস মায়া
            দেখ্‌বি তাতেই তাঁহার ছায়া,
শত্রু-মিত্র কত-রূপে ছদ্মবেশে চুপে চুপে সে নাম ভাঁড়িয়ে ডাকে
                                        তোরে নাম ভাঁড়িয়ে ডাকে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি পাওয়া যায় নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে। নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২৫২৭। গান সংখ্যা ২১৯৭। পৃষ্ঠা: ৬৬০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।