জগৎ জুড়ে জাল ফেলেছিস্‌ মা (jogot jure jal felechhish ma)

          জগৎ জুড়ে জাল ফেলেছিস্‌ মা, শ্যামা কি তুই জেলের মেয়ে।
          (তোর) মায়ার জালে মহামায়া, বিশ্বভুবন আছে ছেয়ে॥
                        প’ড়ে মা তোর মায়ার ফাঁদে
                        কোটি নরনারী কাঁদে;
          তোর মায়াজাল ততই বাঁধে পালাতে চায় যত ধেয়ে॥
          চতুর যে-মীন সে জানে মা জাল থেকে যে মুক্তি আছে;
(তাই)   জেলে যখন জাল ফেলে মা সে লুকায় জেলের পায়ের কাছে।
                                                জাল এড়িয়ে তাই সে বাঁচে।
                        তাই মা আমি নিলাম শরণ
                        তোর ও দুটি রাঙা চরণ
          এড়িয়ে গেলাম মায়ার বাঁধন মা তোর অভয়-চরণ পেয়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩], এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৬৯০। পৃষ্ঠা ২১০]
     
  • রেকর্ড:
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি [সোমবার, ১২ মাঘ ১৩৪৩] এইচএমভি কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। 
    • এইচএমভি। [সেপ্টেম্বর ১৯৪৩ (ভাদ্র-আশ্বিন ১৩৫০)। এন ২৭৪০৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ] [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১১ সংখ্যক গান] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।