জননী! জননী! আবার জাগো শুভ্র (jononi! jononi! abar jago shuvro)
জননী! জননী! আবার জাগো শুভ্র শারদ-প্রাতে।
আঁখি তোল অনসিত অনাহত মহিমাতে॥
আকশে তরুণোদয়
স্বপ্ন কুহেলিময়,
তরুণ উষার জয় জয় কনক কিরীট মাথে॥
পত্রে পুষ্পে গন্ধে বনানী মুখরিত
শিশিরসিক্ত তৃণে অঞ্চল আলূলিত।
বন্দিনী মোর মা গো
ক্রন্দন রাখি জাগো,
নব চেতনার ছন্দে, কবির বন্দনাতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩১৩। পৃষ্ঠা: ৬৯৮]