অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী ( oshim bedonay kade modinabasi)

অসীম বেদনায় কাঁদে মদিনাবাসী।
নিভিয়া গেল চাঁদের মুখের হাসি॥
শোকের বাদল আছড়ে প’ড়ে
কাঁদছে মরুর বুকের পরে,
ব্যথার তুফানে আরব গেল ভাসি’ ॥
গোলাব-বাগে গুল্ নাহি আজ
                     কাঁদিছে বুল্‌বুলি,
ছাইল আকাশ অন্ধকারে
                     মরু সাহারার ধূলি।
তরুলতা বনের পাখি,
‘কোথায় হোসেন?’ কইছে ডাকি’,
পড়ছে ঝরে তারার রাশি॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন ৯৮৭২। শিল্পী: মুসলিম বন্ধুদ্বয়। সুর: মুসলিম বন্ধুদ্বয়
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২৫২৭। গান সংখ্যা ১০১৮। পৃষ্ঠা: ৩১০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।