জনম জনম তব তরে কাঁদিব (jonom jonom tobo tore kandibo)

 রাগ: জৌনপুরী, তাল: কাহারবা

জনম জনম তব তরে কাঁদিব।
যত হানিবে হেলা ততই সাধিব॥
        তোমারি নাম গাহি'
        তোমারি প্রেম চাহি',
ফিরে ফিরে নিতি তব চরণে আসিব॥
জানি জানি বঁধু, চাহে যে তোমারে,
ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে।
        তবু জানি হে স্বামী
        কোন্ সে-লোকে আমি,
তোমারে পাব বুকে বাহুতে বাঁধিব॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
        [ নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
     
  • প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৪০৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪২৫।
    • ভাবসন্ধান:
    • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
          [ নজরুলের ৩৭ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
       
    • প্রকাশ ও গ্রন্থভুক্তি:
      • গ্রন্থ:
        • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ২৩১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭২।
      • রেকর্ড:
        • ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই গানটি ওই চুক্তিপত্রে ছিল।

         

       

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।