জপ্ লে রে মন মেরা প্রভুকে নামকে মালা (jap le re man mera prabhuke naamke mala)

জপ্ লে রে মন মেরা প্রভুকে নামকে মালা।
সবের সামমে হর এক কামমে জপ লে উও নাম নিরালা॥
বসন ভূষণ উওহি নামসে সাজাও
উওহি নামসে ভুখ তৃষ্ণা মিটাও,
উও নাম লেকে ফিরো রোতে রোতে নামসে কর হৃদয় উজিয়ালা॥
উওহি নাম কি নামাবলী গ্রহতারা রবিশশী ঝুলে গগনমণ্ডল মে
ছোড় লোভ মোহ ক্রোধ কামকো
জপত রহো নদা মধুর উও নামকো,
নামমে রহো সদা মাতোয়ালা॥
  আদর ভাব মন উনহিসে,
প্রেম পীতি কর উনহিকে চরণ সে।
উওহি নাম ধ্যনমে উওহি নাম জ্ঞানমে
উওহি নাম জপত রহো মন প্রাণমে,
উওহি হায় সবকে পালনওয়ালা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর তারিখে এইচএমভি রেকর্ড কোম্পানির সঙ্গে কবির চুক্তিপত্র হয়। ধারণা করা হয়, চুক্তিপত্রে উল্লিখিত নতুন গানগুলো এই সময়ের কিছু আগে রচিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের ৩৭ বৎসর ৩ মাস ।
     
  • রেকর্ড:
    • এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের স্বাক্ষরিত চুক্তিপত্র। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর (বুধবার ১৪ আশ্বিন ১৩৪৩)।
    • এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)]।  এন ৯৮২৮। শিল্পী: মড কস্টেলা
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৫৯। পৃষ্ঠা: ৭৫৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।