জয় দুর্গা, জননী, দাও শক্তি (joy durga, jononi, dao shokti)
[ওম্ সবর্মঙ্গল্যে শিবে সবার্থর্সাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্ত্ততে॥]
জয় দুর্গা, জননী, দাও শক্তি
শুদ্ধ জ্ঞান দাও, দাও প্রেম-ভক্তি,
অসুর-সংহারি কবচ-অস্ত্র দাও মা, বাঁধি বাহুতে॥
অর্থ-বিভব দাও, যশ দাও মাগো, প্রতি ঘরে দাও শান্তি,
পরম-অমৃত দাও, দূর কর' মৃত্যু-সম বাঁচিয়া থাকার এই ক্লান্তি।
শ্রান্তিবিহীন উৎসাহ দাও কর্মে
নবীন দীক্ষা দাও শক্তির ধর্মে
মোদের রক্ষা কর' বরাভয় বর্মে, চিন্ময় জ্যোতি দাও প্রতি অণুতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর (রবিবার ২০ আশ্বিন ১৩৪৭), কলকতা বেতারকেন্দ্র থেকে আগমনী (গীতিচিত্র) প্রচারিত হয়েছিল। এই গীতিচিত্রে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
- বেতার: আগমনী কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন। [৬ অক্টোবর ১৯৪০ (রবিবার, ২০ আশ্বিন ১৩৪৭)। সন্ধ্যা: ৭.২০-৮.১৯।
- সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ ১৯শ সংখ্যা। ১ অক্টোবর, ১৯৪০। পৃষ্ঠা: ১০৪৪
- The Indian-listener. Vol.V. No. 19. p.1485
- সূত্র:
- রেকর্ড: কলম্বিয়া। অক্টোবর ১৯৪৩ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫০)। জিই ২৬১৪। শিল্পী: সত্য চৌধুরী এন্ড পার্টি। সুর: চিত্ত রায়। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতমখণ্ড, (কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬/নভেম্বর ২০১৯)। ৪ সংখ্যাক গান সংখ্যা। রেকর্ডে সত্য চৌধুরী এন্ড পার্টি-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত সঙ্গীত]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা