জয় দুর্গা, দুর্গতিনাশিনী (joy durga, durgotinashini)
জয় দুর্গা, দুর্গতিনাশিনী।
হরি-হৃদি-কমল-বনবাসিনী॥
সব বন্ধন পাপ-তাপ-হরা
সব শোক-দুঃখ-ব্যথা শীতল করা
জয় অভয়া, শুভদা, শিব-স্বয়ম্বরা।
জয় জননী-রূপা চির সুমঙ্গলা
শুভ্র রুচির হাসিনী
জয় দুর্গা, জয় দুর্গা জয় দুর্গা॥
- ভাবসন্ধান: নজরুলের রচিত 'শ্রীমন্ত' নামক রেকর্ড-নাটিকার গান। এই গানটিতে দুর্গাকে নানা রূপে বন্দনা করা হয়েছে। দুর্গতিনাশিনী দুর্গার জয়ধ্বনি দিয়ে গানটি শুরু হয়েছে। দ্বিতীয় পঙ্ক্তিতে দুর্গাকে রাধা রূপে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে- হরি-হৃদি-কমল (বিষ্ণুর হৃদয়-পদ্ম রূপিণী লক্ষ্মী), যিনি বৃন্দাবনের বনবাসিনী অর্থে রাধা। কারণ, আদ্যা শক্তিরূপিণী দুর্গা ও রাধা অভিন্না।
অন্তরাতে দুর্গাকে, সর্ববন্ধনের মুক্তি দাত্রী, সর্বদুঃখহারিণী রূপে বন্দনা করা হয়েছে। যিনি সকল শোক-দুঃখ-ব্যথা প্রশমিত করে হৃদয়কে সুশীতল করেন। তিনি অভয়া (ভয়কে দূর করেন), শুভদা (শুভ তথা কল্যাণ দান করেন)। তিনি শিব-স্বয়ম্বরা (শিবকে তিনি স্বামী হিসেবে নিজেই নির্বাচিত করেছিলেন)। এই দেবী মায়ের মতো চির সুমঙ্গলা। যিনি পবিত্রসৌন্দর্যে সহাস্যা। সেই মহিমান্বিতা দুর্গার জয়ধ্বনি দিয়ে গানটির সমাপ্তি টানা হয়েছে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪১) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৪২)] এন ৭৪২৬। শ্রীমন্ত (নাটিকা)। রচনা: কাজী নজরুল ইসলাম। পঞ্চম ও ষষ্ঠ খণ্ড (তৃতীয় রেকর্ড)। শিল্পী: হরিমতী ও রঞ্জিৎ রায়।[শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- ইদ্রিস আলী। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতমখণ্ড, (কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬/নভেম্বর ২০১৯)। ২ সংখ্যাক গান সংখ্যা। রেকর্ডে হরিমতী ও রঞ্জিৎ রায়-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- পর্যায়: