জয় পীতাম্বর শ্যাম সুন্দর মদন (joy pitambor shyam shundor)

উভয়ে : জয় পীতাম্বর শ্যাম সুন্দর মদন মনোহর কাননচারী।
গোপী-চন্দন আমোদিত তনু বনমালী হরি বংশীধারী॥
ধ্রু : চাঁচর চিকুরে শোভে শিখী-পাখা,
বাঁকা ত্রিভঙ্গিমা চারু নয়ন-বাঁকা।
সু : ও বাঁকা রূপ যেন মর্মে রহে আঁকা
মনে বিরহ কালা বন-বিহারী॥
সু : ভক্তি প্রেম প্রীতি তব রাঙা পায়
ধ্রু : নূপুর হ’য়ে হরি, যেন বাজিয়া যায়,
সু : জনমে জনমে কৃষ্ণ-কথা গায়
যেন এ দেহ মন শুকসারী॥

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, কাজী নজরুল ইসলাম এই চলচ্চিত্রের জন্য ১৯৩৩ খ্রিষ্টাব্দের কোনো এক সময়ে এই গানটি রচনা করেছিলেন।   এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮১১।  ‘ধ্রুব’ (ধ্রুব ও সুনীতির গীত) পৃষ্ঠা: ৫৩৭]
     
  • চলচ্চিত্র: ধ্রুব। ক্রাউন টকি হাউস।  ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। ধ্রুব ও সুনীতির গান। শিল্পী: আঙ্গুরবালা ও মাস্টার প্রবোধ]
     
  • পত্রিকা: নাচঘর [৭ পৌষ ১৩৪০ (শুক্রবার, ২২ ডিসেম্বর ১৯৩৪)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।