জয় মীরা জয় গিরিধারি লাল (joy mira joy giridhari lal)
জয় মীরা জয় গিরিধারি লাল।
আজি এক হয়ে গেল রাধা কিশোর রাখাল॥
অনন্ত লীলা অনন্ত লোকে
হেরি যুগে যুগে ধরায় গোলোকে,
অভিমান বিরহ প্রেম অহরহ
দেবতা মানুষ হ’ল প্রেমের কাঙাল॥
আসে ধরাধামে লয়ে শত রূপ নাম
ত্রেতায় সীতারাম দ্বাপরে রাধাশ্যাম,
কলিত নদীয়ায় বিষ্ণুপ্রিয়া নিমাই
যুগলরূপ হেরি দোলে চিরকাল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৬৪ ]