জয় মুক্তিদাত্রী কাশী বারানসী (joy muktidatri kashi baranoshi)
জয় মুক্তিদাত্রী কাশী বারানসী।
নিত্য দেবাদিদেব শিব শোভিতা বেষ্টিতা বরুণা-অসি॥
তব পুণ্যে মর্ত্য হল স্বর্গভূমি,
সকল তীর্থের তীর্থ তুমি।
যোগী-ঋষি-বাঞ্ছিতা ত্রিলোক পূজিতা
বিভূষিতা ত্রিশূল অর্ধশশী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮৯১। পৃষ্ঠা: ৫৭০। ]
- মঞ্চ: অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক। মিনার্ভা থিয়েটার, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। চরিত্র: দেবকন্যাগণের গান]