জল আনিতে যাব না আর ঐ যমুনার কূল (jol anite jabo na ar oi jamunar kul)
জল আনিতে যাব না আর ঐ যমুনার কূলে।
কদম গাছের শাখে কালা বাঁশিতে সুর তোলে॥
বাঁশি বাজে রাধা রাধা
এই সুরে তার বাঁশি সাধা
এই সুর টানে কলসি কাঁখে ছুটে যে যায় জলে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট, বৈশাখ ১৪০৮। [ভণিতা নেই; কিন্তু নজরুল রচিত বলে লোকশ্রুতি আছে। ৩য় গান। পৃষ্ঠা: ৫৭।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৯৬৮
- বিষয়াঙ্গ: কোন বিশেষ পালা গানের অংশ তা জান যায় নি। ভণিতা নাই।