জল ছল ছল এসো মন্দাকিনী (jol chholo chholo esho mondakini)
জল ছল ছল এসো মন্দাকিনী।
রস-ঢলঢল বারি-সঞ্চারিণী॥
হৃদয়-গগন আজি তৃষ্ণা-ভরে
উতল হইল প্রেম-গঙ্গা-তরে,
মুদিত নয়ন খোলো-বৈরাগিনী॥
বিরস ভুবন রাখ সঞ্জীবিতা
সজল সলিল আনো হিল্লোলিতা,
ঝর ঝর ঝর স্রোত-উন্মাদিনী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস
- গ্রন্থ:
- শেষ সওগাত
- প্রথম সংস্করণ [২৫শে বৈশাখ ১৩৬৫ (বৃহস্পতিবার, ৪ মে ১৯৫৮)। ছন্দিতা। ৭ মন্দাকিনী।]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। শেষ সওগাত। ছন্দিতা। ৭ মন্দাকিনী। পৃষ্ঠা ১২০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪০৯। তাল: মন্দাকিনী (১৬ মাত্রা)। পৃষ্ঠা: ৪২৫-৪২৬]
- শেষ সওগাত
- বেতার: ছন্দিতা। ২৬ জুলাই ১৯৪১ [শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮] কলকাতা বেতার-কেন্দ্র। সময়: ৮-৮.৩৯।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৪শ সংখ্যা। ১৬ জুলাই ১৯৪১। পৃষ্ঠা: ৮৩৬
- The Indian Listener পত্রিকার Vol VI, No. 14, 7 july 1941. page 71
- সূত্র:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: তালের ভাবগত লক্ষণগীত
- সুরাঙ্গ: তালাশ্রয়ী [ছন্দপ্রধান]
- তাল: মন্দাকিনী। সংস্কৃত 'মন্দাকিনী' ছন্দের আদলে নজরুল ইসলাম এই তালটি সৃষ্টি করেছিলেন।