জাগো জাগো দেব-লোক (jago jago eb-lok)
জাগো জাগো দেব-লোক,
এলো স্বর্গে কি মৃত্যুর ভয় দুখ-শোক॥
সাত সাগরের গড়খাই পার হ’য়ে ঐ,
এসে পিশাচ-প্রেতের দল নাচে থৈ থৈ,
জাগো সুর-ধীর দেব-বালা মাভৈঃ মাভৈঃ
নব মন্ত্র-পূত নব-জাগরণ হোক॥
ওরা আনিয়াছে পাতালের ভীতি, মারীভয়,
মোরা ভয়ে শুধু পরাজিত, শক্তিতে নয়;
ওঠ, ওঠ বীর উন্নত-শির দুর্জয়,
ভেদি’ কুয়াশা মায়ার, আনো আশার আলোক॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০) প্রকাশিত 'ঝিলিমিলি' নাট্যসংকলনের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই সংস্করণে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল 'ভুতের ভ্য়'। তবে এই দ্বিতীয় সংস্করণটি কবে প্রকাশিত হয়েছিল, তা জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ১৮৯৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৭২]