জাগো জাগো জাগো হে দেশপ্রিয় (jago jago he deshpriyo)

জাগো জাগো জাগো হে দেশপ্রিয়!
ভারত চাহে তোমায় হে বীর-বরণীয়॥
চিতার ঊর্ধ্বে হে অগ্নিশিখা,
ঊর্ধ্বে কারার বন্ধহারা, হে বীর জাগো!
শরণ দাও, হে চির-স্মরণীয়॥
ধূলির স্বর্গে যতীন্দ্র জাগো,
বজ্র-বাণী অম্বরে হানি’ জাগো!
তব ত্যাগের মন্ত্র শুনাইয়ো॥
ভারত কাঁদে অনন্ত শোকে
নিদ্রাহীনা ধূলি-শয়ন-লীনা জাগো!
মথিয়া মৃত্যু আনো প্রাণ-অমিয়॥
(দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের মহাপ্রয়াণে)

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩ ৫ খ্রিষ্টাব্দের ১৩ তারিখে (রবিবার ২৯ পৌষ ১৩৪১) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩২০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭০১।
  • রেকর্ড: ১১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৩ তারিখে (রবিবার ২৯ পৌষ ১৩৪১) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।