জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত (jago tondramogno jago vaggohoto)

জাগো তন্দ্রামগ্ন জাগো ভাগ্যহত।
তব গৌরব-কেতন সমুন্নত ঐ হল আনত॥
লক্ষ্মীর চরণের আল্‌পনা হায়,
ওরে গৃহ অঙ্গনে তোর যায় মুছে যায়।
মন্দির বিগ্রহ ধূলায় লুটায় –
মাহেন্দ্র-ক্ষণ ঐ হ’ল রে গত॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪১), এইচএমভি রেকর্ড কোম্পানি 'প্রতাপাদিত্য' নামক নাটক প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ২৩২১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭০১।
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪১)। নাট্যপালা প্রতাপাদিত্য। নাট্যকার: যোগেশ চৌধুরী। চরিত্র যশোরেশ্বরী।  এন ৭২৮১। শিল্পী: কমলা ঝরিয়া।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।