জাগো ভূপতি শুভ্রজ্যোতি (jago bhupoti shubhrojyoti)
জাগো ভূপতি শুভ্রজ্যোতি নব প্রাণ প্রবুদ্ধ, পূণ্যস্নান শুদ্ধ।
বিশ্বসাথে যুক্ত কর, গ্লানি হতে মুক্ত কর চিত্ত মোহ মুগ্ধ॥
স্নিগ্ধস্নাত নবপ্রভাত সূযসম জাগো
ধৌত-পাপ কলুষ তাপ, হে নিরুপম জাগো,
যজ্ঞভূমে নবজনম লভ, হে ক্লেশক্ষুব্ধ॥
ধূমের ঊর্ধ্বে জাগো দিব্যদ্যুতি
হোম-বহ্নিশিখায় দাও আত্মাহুতি,
হে ভারতত্রাতা, জনগণ-বিধাতা জাগো দৈন্য-কারারুদ্ধ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১)। কলকাতার নাট্যনিকেতন মঞ্চে মনোরঞ্জন ভট্টাচার্য-এর 'চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- চক্রব্যুহ (নাটক)। মনোরঞ্জন ভট্টাচার্য।। ভট্টাচার্য সন্স্ লিমিটেড। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মাঙ্গলিক যাত্রীদের গান। পৃষ্ঠা: ১১, ১২।
নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ১৪১৬। সংখ্যা ২৫৪৬। নাটক চক্রব্যূহ পৃষ্ঠা: ৭৮৩]
- চক্রব্যুহ (নাটক)। মনোরঞ্জন ভট্টাচার্য।। ভট্টাচার্য সন্স্ লিমিটেড। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মাঙ্গলিক যাত্রীদের গান। পৃষ্ঠা: ১১, ১২।
- মঞ্চ: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১), সন্ধ্যা ৭টায় নাট্যনিকেতন মঞ্চে 'চক্রব্যূহ' নাটক মঞ্চস্থ হয়েছিল। অভিনয়ে ছিলেন দুর্গারাণী ও অন্যান্য।