জাগো রূপের কুমার, কেন অলস ঘূমে কাটাও রাতি (jago ruper kumar, keno olosh ghume katao rati)

জাগো রূপের কুমার, কেন অলস ঘূমে কাটাও রাতি।
হের দুয়ারে দাঁড়ায়ে বধূর সাজে তব জাগার সাথি॥
আসে বারেবারে সে যে অভিসারে
তার বুকের ভাষা মুখে কইতে নারে,
মোরা বাসর ঘরে এলাম জ্বাল্‌তে বাতি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২) কলকাতার 'রংমহল থিয়েটার' মঞ্চে সুধীন্দ্রনাথ রাহার রচিত 'সর্বহারা' নাটক মঞ্চস্থয় হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল  ৩৭ বৎসর ১ মাস।
     
  • মঞ্চনাটক: সর্বহারা। নাট্যকার: সুধীন্দ্রনাথ রাহা। প্রযোজক সতু সেনরংমহল থিয়েটার। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২)।
     
  • গ্রন্থ: সর্বহারা। নাট্যকার: সুধীন্দ্রনাথ রাহা। [দ্বিতীয় সংস্করণ, ভট্টাচার্য সন্‌স্ লিমিটেড। ডিসেম্বর ১৯৫১। পৃষ্ঠা: ১০৭-১০৮] চতুর্থ অঙ্ক, তৃতীয় দৃশ্য। নর্তকীগণের গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।