জাগো রে তরুণ দল (jago re torun dol)

‘ছাত্রদলের গান’
জাগো রে তরুণ দল।১
(স্বতঃ) উৎসারিত ঝর্ণধারার প্রায় জাগো প্রাণ-চঞ্চল॥
ভেদ বিভেদের গ্লানির কারা-প্রাচীর
ধূলিসাৎ করি’ জাগো উন্নাত-শির!
জবা-কুসুম-সঙ্কশ জাগো বীর
বিধি নিষেধের ভাঙো অর্গল॥
ধর্ম, বর্ণ জাতির ঊর্ধ্বে জাগো রে নবীন প্রাণ,
তোমার অভ্যুদয়ে হবে সব বিরোধের অবসান।

সঙ্কীর্ণতা ক্ষুদ্রতা ভোলো ভোলো
সকল মানুষে ঊর্ধ্বে ধরিয়া তোলো,
তোমাদের চাহে আজ নিখিল জন-সমাজ
বিধাতার সম জাগো প্রেম-প্রোজ্জ্বল॥২

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার 'পৌষ ১৩৪৪' (ডিসেম্বর ১৯৩৭-জানুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এইসময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ১৪১৬। সংখ্যা ২৩২২ পৃষ্ঠা: ৭০১ ]
  • পত্রিকা: বুলবুল [পৌষ ১৩৪৪ (ডিসেম্বর ১৯৩৭-জানুয়ারি ১৯৩৮)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।