জাগো সুন্দর চিরকিশোর (jago shundor chirokishor)

জাগো সুন্দর চিরকিশোর।
জাগো চির-অমলিন দুর্জয় ভয়-হীন
আসুক শুভদিন, হোক নিশি-ভোর॥
অগ্নিশিখার সম সূর্যের প্রায়
জ্বলে ওঠ দিব্য জ্যোতির মহিমায়,
দূর হোক সংশয়, ভীতি, নিরাশা –
জড় প্রাণ পাষাণের ভাঙো ঘুমঘোর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৪ মে ১৯৪০ (শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭)। কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত নজরুলের রচিত জাগো সুন্দর চির কিশোর নামক নাটিকা প্রচারিত হয়। এই নাটকে প্রথম এই গানটি প্রচারিত হয়েছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১১ মাস।
     
  • বেতার: জাগো সুন্দর চির কিশোর । নাটিকা। কলিকাতা বেতার কেন্দ্র। ২৪ মে ১৯৪০ (শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৩৪৭)।সান্ধ্য অধিবেশন। সময়:  ৫.০০-৫.৪৪ মিনিট। সমবেত গান
            [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ১০ম সংখ্যা [পৃষ্ঠা ৫০৯, ৫৪২]
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ২৫৪৫ সংখ্যক গান।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।