জানি জানি তুমি আসিবে ফিরে ( Jani Jani Tumi Ashibey Firey)

জানি জানি তুমি আসিবে ফিরে।
আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে॥

           নিঝুম কাননে থাকি
           
ডাকিবে গানের পাখি,

দখিন সমীরণ আবার বহিবে ধীরে॥
আবার গাঙের জলে আসিবে জোয়ার

জ্বলিবে আশায় দীপরবে না আঁধার।
           তোমার পরশ লেগে
           ঘুম মোর যাবে ভেঙে,

একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন-নীরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৮ মাস।
     
  • রেকর্ড: টুইন। ফেব্রুয়ারি ১৯৩৯ (মাঘ-ফাল্গুন ১৩৪৫)। এফটি ১২৭০৯। নীলিমা চৌধুরী (স্বর্ণ) [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ।  দশম গান। পৃষ্ঠা: ৬৬-৬৭]   [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।