জানি পাব না তোমায় হে প্রিয় আমার (jani pabp na tomay he priyo amar)

জানি পাব না তোমায় হে প্রিয় আমার
                       এ জীবনে আর॥
        এ আমার ললাট লেখা
        আমি রব চির একা
নিমেষের দিয়ে দেখা কাঁদাবে আবার॥
        তবু হে জীবন স্বামী
        তোমারি আশায় আমি
আসিব এ ধরণীতে যুগে যুগে অনিবার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩) নজরুলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তি তালিকায় এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড:
    • রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৭ জুলাই ১৯৩৬  (সোমবার ১১ শ্রাবণ ১৩৪৩)]
    • টুইন [ফেব্রুয়ারি ১৯৩৭ (মাঘ-ফাল্গুন ১৩৪৩)। এফটি ৪৭৭৭। শিল্পী: পূর্ণজ্যোতি ভট্টাচার্য]

      এর জুড়ি গান:
      আমি পথ-মঞ্জরি ফুটেছি আঁধার রাতে
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।