জাম্বুবান, জাম্বুবান, বুদ্ধি-বৃহস্পতি (jambuban, jambuban, buddhi-brihoshpoti)

বিভীষণ :    জাম্বুবান, জাম্বুবান, বুদ্ধি-বৃহস্পতি।
                কেমনে বাঁচিবে শ্রীরাম কর অবগতি॥
জাম্বুবান :    ইন্দ্রজিৎ বাণে আমি হয়েছি কাতর।
                কোথা হনুমান, তুমি যাও হে সত্বর॥
হনুমান :     কোথা যাব, কি করিব বলহ আমারে।
জাম্বুবান :   হিমালয় পার তুমি যাহ সত্বরে॥
                ঋষ্যমুক গিরি আছে কৈলাসের কাছে।
                চারি ঔষধি তরু সেইখানে আছে॥
                সুন্দর সুচারু তরু ঠিক্‌রায় আলো।
                আলো দেখে বৃক্ষ তুমি চিনিবে যে ভাল॥
                বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী।
                অস্থিসঞ্চারিণী আর সুবর্ণকরণী॥
                ভানুর উদয় আগে ঔষধ আনিবে।
                শ্রীরাম রক্ষণ কপি সকলে বাঁচিবে॥
বিভীষণ :    তুমি পবন-নন্দন, তুমি পবনবেগে যাও।
হনুমান :     এক লম্ফে যাব আমি সাগরের পার।
                আর এক লম্ফে যাব কৈলাসের ধার॥
                চারি রকমের তরু লইব উপাড়ি।
                দুই লম্ফে রণভূমে দিব আমি পাড়ি।

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। মেঘনাদ বধ। একবিংশ দৃশ্যান্তর (প্রথম গান)। বিভীষণ, হনুমান, জাম্বুবানের  গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১০১-১০২।
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'মেঘনাদ বধ' পালার চাপান সং'-এর ষোড়শ গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।