জেলেনীর মাথাতে চম্পার ফুল লো জেলোনী (jelenir mathate chompar ful lo jeleni)

জেলো :   জেলেনীর মাথাতে চম্পার ফুল লো জেলোনী॥
                                        ধুয়া
             জেলেনীর কপালে কাঁচা পোকার টিপ লো জেলেনী।
             জেলেনীর পড়নে শাখিপেড়ে তাঁতে শাড়ি লো জেলেনী।
             জেলেনীর গায়েতে ছিটের শেমিজ লো জেলেনী।
             জেলেনীর সিঁথিতে সিঁদুর লো জেলেনী।
             জেলেনীর দুই হাতে দুই সাদা শাখা লো জেলেনী।
             জেলেনীর মাথাতে মাছের চুপরি লো জেলেনী॥
জেলেনী : তোরা কেউ মাছ লিবি গো পাড়ার গেরস্থরা।
             আমার জেলো মাছ ধরেছে টাটকা খয়রা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ার বৌ-ঝিরা।
             আমার জেলো মাছ ধরেছে রাই খয়রা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ায় মা বোনেরা।
             আমার জেলো মাছ ধরেছে রুই আর কাতলা॥
             তোরা কেউ মাছ লিবি গো পাড়ার মা মাসীরা।
             আমার জেলো মাছ ধরেছে মাগুর চিংড়া॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    •  'জেলে ও জেলেনী' পালার গান। চতুর্থ দৃশ্য। প্রথম গান। জেলে ও জেলেনির গান। নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। পৃষ্ঠা: ৫০-৫১
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৬২]
  • বিষয়াঙ্গ: জেলে ও জেলেনী পালার চতুর্থ গান। ভণিতা নাই।

সূত্র:

  • নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০৮।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।