এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি (e jonome moder milon hobe na ar)

এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার করি মোরা কানাকানি॥
            দুজনে দুকূলে থাকি’
            কাঁদি মোরা চখা-চখি,
বিরহের রাত পোহায় না আর বুকে শুকায় বুকের বাণী॥
            মোদের পূজা আরতি হায়
            চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বাজায় বীণা বেদনারি বীণাপাণি॥
            হেথায় মিলন-রাতের মালা
            ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
            মোদের এ প্রেম-ফুল না শুকায়
            নিঠুর হাতে কঠোর ছোঁওয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (১৭ আষাঢ়- ১৫ শ্রাবণ ১৩৩৯) প্রকাশিত ' সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪৬। পিলু-মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৪৯]
  • রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন- কার্তিক ১৩৩৯)। এফটি ২২২৮। শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
    • রাগ: পিলু
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।