জেলো আমার মাছ ধরছে, রুই কাতলা, জেলো রে (jelo amar machh dhorchhe)
জেলেনী : জেলো আমার মাছ ধরছে, রুই কাতলা, জেলো রে।
জেলো : জেলেনী মোর পয়মন্ত, জেলেনী রে।
জেলেনী : জেলো আমার মাছ ধরেছে চিংড়ি পুঁটি জেলো রে।
জেলো মাছ ধরেছে কৈ মাগুর জেলো রে।
জেলো মাছ ধরেছে চেং ছিমুড়ি, জেলো রে।
জেলো মাছ ধরেছে খয়রা পোনা, জেলো রে।
জেলো মাছ ধরেছে রাই খয়রা, জেলো রে।
আমি মাছ বেচবো পাড়ায় পাড়ায়, জেলো রে।
আমি মাছ বেচবো বাড়ি বাড়ি, জেলো রে।
আমার মাছ নিবে বৌ-ঝিরা, জেলো রে।
আমি মাছ বেচে চাল কিনবো, জেলো রে।
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- 'জেলে ও জেলেনী' পালার গান। চতুর্থ দৃশ্য। প্রথম গান। জেলে ও জেলেনির গান। নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। পৃষ্ঠা: ৫০-৫১
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৬২]
- বিষয়াঙ্গ: জেলে ও জেলেনী পালার চতুর্থ গান। ভণিতা নাই।
সূত্র:
- নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০৮।
- নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।