জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে (jelo ashchhe jal ghare kore)
জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে।
জেলো মাছ ধরবে তালপুকুরে, জেলো রে।
জেলোর কোমরেতে খারুই বাঁধা, জেলো রে।
জেলোর মাথাতে ফেটা বাঁধা, জেলো রে।
জেলো মাছ ধরবে জোকার বিলে, জেলো রে।
জেলো আসছে জাল ঘাড়ে করে, জেলো রে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- 'জেলে ও জেলেনী' পালার গান । প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। জেলে ও জেলেনির গান।
নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। পৃষ্ঠা: ৪৮-৪৯ - নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৬০]
- 'জেলে ও জেলেনী' পালার গান । প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। জেলে ও জেলেনির গান।
- বিষয়াঙ্গ: জেলে ও জেলেনী পালার প্রথম গান। ভণিতা নাই।
সূত্র:
- নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। বৈশাখ ১৪০৮।
- নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।