জোছনা-হসিত মাধবী নিশি আজ (jochhona-hoshito madhobi nishi aj)

জোছনা-হসিত মাধবী নিশি আজ।
পর পর প্রিয়া বাসন্তি-রাঙা সাজ॥
রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে
পর সোনালি চেলি নব সোনাল্ ফুলে,
স্বর্ণলতার প'র সাতনরী-হার আজি উৎসব-রাত,
                    রাখ রাখ গৃহ-কাজ॥
পর কবরী-মূলে নব আমের মুকুল
হাতে কাঁকন পর গেঁথে অতসীর ফুল,
দূরে গাহুক ডাহুক পাখি সখি, মুখর নিলাজ

  • রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ছায়াবীথি পত্রিকার মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৮ মাস।
         
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪১৭। রাগ: পিলু-খাম্বাজ, তাল: লাউনি। পৃষ্ঠা: ৪২৮]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৭। ঠুংরী। পৃষ্ঠা ৪৩।]
    • সন্ধ্যামালতী নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮।  গান ৬৬। পৃষ্ঠা: ১৫৯]
  • পত্রিকা: ছায়াবীথি। [মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিষ্টাব্দ)]
  • রেকর্ড: চুক্তিপত্র। এইচএমভি [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার ১ আশ্বিন ১৩৪২)।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।