জোছনা-হসিত মাধবী নিশি আজ (jochhona-hoshito madhobi nishi aj)
জোছনা-হসিত মাধবী নিশি আজ।
পর পর প্রিয়া বাসন্তি-রাঙা সাজ॥
রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে
পর সোনালি চেলি নব সোনাল্ ফুলে,
স্বর্ণলতার প'র সাতনরী-হার আজি উৎসব-রাত,
রাখ রাখ গৃহ-কাজ॥
পর কবরী-মূলে নব আমের মুকুল
হাতে কাঁকন পর গেঁথে অতসীর ফুল,
দূরে গাহুক ডাহুক পাখি সখি, মুখর নিলাজ
- ভাবার্থ: বসন্তের্ জ্যোস্নাপ্লাবিত সহাস্য রাত্রিকে উপস্থপন করা হয়েছে এই গানে। এই গানের কবির মানসী বসন্ত-নায়িকা। সৌন্দর্য-পিয়াসী কবি তাঁকে দেখতে চান- বসন্তের বর্ণাঢ্য উৎসবে সর্বাঙ্গসুন্দরী রূপে। তাই এই মানসীকে এমন মধাবী রাতে কবি তাঁর সকল গৃহকাজ রেখে সুসজ্জিতা হয়ে বসন্তোৎসবে যোগ দেওয়ার জন্য আহবান করেছেন।
তাঁর একান্ত কামনা, তাঁর মানসী সুসজ্জিতা হবে বাসন্তী-বর্ণের রাঙা সাজে। তার সজ্জায় কর্ণমূলে থাকবে রাঙা পদ্মকলি, আভরণ হিসেবে থাকবে নব সোনাল ফুলের সোনালি চেলি, গলায় থাকবে স্বরণলতার সাতনরী হার। সে খোঁপায় পড়বে আমের মুকুল, তার হাতের কাঁকন হবে অতসী ফুলে গাঁথা। এমন উৎসবে দূরে ডাকবে ডাহুক, প্রণয়ের নিলাজ আহ্বানে।
এই গানের বসন্তের রূপচিত্রের সাথে মিশে রয়েছে শৃঙ্গার রসে সিক্ত সৌন্দর্যের শুভ কল্যাণকর মহিমা। সুভোগ্য এই সৌন্দর্য-বিহারে রয়েছে সম্ভোগহীন কামনার নানন্দিক মহিমা।
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ছায়াবীথি পত্রিকার মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ৩৫ বৎসর ছিল ৮ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪১৭। রাগ: পিলু-খাম্বাজ, তাল: লাউনি। পৃষ্ঠা: ৪২৮]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ১৭। ঠুংরী। পৃষ্ঠা ৪৩।]
- সন্ধ্যামালতী নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। গান ৬৬। পৃষ্ঠা: ১৫৯]
- পত্রিকা: ছায়াবীথি। [মাঘ ১৩৪১ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৫ খ্রিষ্টাব্দ)]
- রেকর্ড: চুক্তিপত্র। এইচএমভি [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার ১ আশ্বিন ১৩৪২)।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি, বসন্ত, রাত্রি