জ্বালিয়ে আবার দাও (jwaliye abar dao)
জ্বালিয়ে আবার দাও আমার নিভিয়ে দেওয়া দীপ।
পরিয়ে আবার দাও শুভ সীমন্তে মোর টীপ॥
খোল খোল রুদ্ধ দ্বার
আনো গন্ধরাজের হার,
আধো অঞ্চলে আমার বসো হৃদয়-অধিপ॥
মোর নিরাভরণ কর্ কর কঙ্কন মুখর,
কর উজল, ওগো চাঁদ, আমার আঁধার নীলাম্বর।
মম অশ্রু-বরষায়
এসো রামধনুরই প্রায়,
প্রেম-কদম্ব-শাখায় আবার ফুটিয়ে তোলো নীপ॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। পরে গানটি প্রকাশিত হয় নি। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২) -এর ২৫৪৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৮৩।
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৬৯। for Kumari Gita Bose (HMV) । খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ৯৬]
- রেকর্ড: ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। পরে গানটি প্রকাশিত হয় নি।
- স্বরলিপিকার:
- সুধীন দাশ [ নজরুল-সঙ্গীত স্বরলিপি , অষ্টম খণ্ড, (নজরুল ইনস্টিটিউট, জানুয়ারি ১৯৯৭)। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৪-৬৫।]
- কমল দাশগুপ্ত [নজরুল সুরলিপি, ৮ম খণ্ড ।(নজরুল একাডেমী ফেব্রুয়ারি ১৯৮৬)। ৭ সংখ্যক। আধুনিক তাল: কাহারবা পৃষ্ঠা: ১৬-১৭।]
- বিষয়াঙ্গ: প্রেম।
- সুরাঙ্গ: স্বকীয়।
- তাল: কাহারবা
- গ্রহস্বর: গা [সকল স্বরলিপিগ্রন্থ]