ঝরঝর অঝোর ধারায় ঝুরছে মনে রঙের ঝুরি (jhorojhor ojhor dharay jhurchhe mone ronger jhuri)

ঝর ঝর অঝোর ধারায় ঝুরছে মনে রঙের ঝুরি।
দোলন-খোঁপায় দোল্‌ দিয়ে যায় দুলাল-চাঁপার তরুণ কুঁড়ি॥
চঞ্চলতার আবেশ লেগে আঁচল আমার রয় না গায়ে,
জরীন্‌ ফিতার বাঁধন টু'টে ব্যাকুল বেণী লুটায় পায়ে।
খেল্‌ছে চোখে মন্মথ আজ রতির সাথে লুকোচুরি,
নাচের তালে আপনি বাজে চপল হাতে কাঁকন চুড়ি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪18। পৃষ্ঠা: ৪২৮]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।