ঝর্ঝর নির্ঝর ধারা বহে, পাহাড়ি পথে (jhorjhor nirjhor dhara bohe, pahari pothe)
ঝর্ঝর নির্ঝর ধারা বহে, পাহাড়ি পথে।
যেন বন-দেবীর বীণা বাজে ভোর আলোতে॥
ঝিকিমিকি ঝিকিমিকি প্রভাতী তারা
শোনে সেই জল-ছলছল সুর তন্দ্রাহারা,
গ'লে গড়ে আনন্দে তুষার ধারা গিরি-শিখর হ'তে॥
রঙিন প্রজাপতি অলস মনে,
হাল্কা পাখায় ফেরে দোপাটি-বনে।
শোনে মঞ্জীর বনলক্ষ্মীর, কঙ্কণ চুড়ি বাজে নুড়ির তালে,
পাষাণ-জাগানো ঝরনা-স্রোতে॥
- ভাবার্থ: পাহাড়ি ঝর্ণার রূপচিত্র উপস্থাপিত হয়েছে এই গানে। পাহাড়ি ঝর্না ঝরঝর ধ্বনিতে মুখর করে পাহাড়ি পথে বয়ে যায়। সে ধ্বনি শুনে মনে হয়, বনদেবীর বাদিত বীণার সুর যেন প্রসন্ন ভোরের আলোয় ঝরে পড়্ছে। ভোরের শুকতারা তারা ঝিকিমিকি আলোয় তন্দ্রহারা হয়ে, সে জল-ছলছল সুরধ্বনি শোনে। আর সে সুরের আনন্দ-মোহে যেন গিরি শিখর হতে তুষার গলে পড়ে।
প্রজাপতি তার রঙিন অলস হাল্কা পাখে মেলে দোপাটির বনে ঘুরে বেড়ায়। পাষাণের ঘুমভাঙানো ঝর্নার স্রোতে সে শোনে, বনলক্ষ্মীর চলার পথের জলনুপূরের ধ্বনির সাথে বাদিত কঙ্কনের ছন্দিত নুড়ির তাল।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪১৯ গান। পৃষ্ঠা: ৪২৮।]
- রেকর্ড: ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৮ তারিখে (২২ ভাদ্র ১৩৪৫) নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে গানটি ছিল।
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রকৃতি, জাগতিক, পাহাড়ি ঝর্না