ঝুম্কো লতায় জোনাকি, মাঝে মাঝে বৃষ্টি
চলচ্চিত্র: 'দিকশূল'
ঝুম্কো লতায় জোনাকি, মাঝে মাঝে বৃষ্টি।
আবোল-তাবোল বকে কে, তারও চেয়ে মিষ্টি॥
আকাশে সব ফ্যাকাশে, ডালিম-দানা পাকেনি
চাঁদ ওঠেনি কোলে তার, মা ব'লে সে ডাকেনি॥
রাগ করেছে বাঘিনী, বারো বছর হাসে না
স্বপ্ন তাহার ভেঙ্গে যায়, খোকা কেন আসে না॥
পাথর হয়ে আছে ঝিনুক, দুধের বাটি, দোলনা!
মাকে বলে 'খোকা কই?' কিছুই খেলা হ'ল না॥
তেমনি আছে ঘরের জিনিস, কিছুই ভাল লাগে না
পা আছড়ে মা কেঁদে কয় 'খোকা কেন না!'
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ জুন (শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৩৫০) প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালিত 'দিকশূল' চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ৭ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪২৮। চলচিত্র: দিকশূল। পৃষ্ঠা: ৪৩০]
- চলচ্চিত্র: দিকশূল [১২ জুন ১৯৪৩ (শনিবার ২৯ জ্যৈষ্ঠ ১৩৫০)। প্রেক্ষাগৃহ: মিনার, বিজলী, ছবিঘর। চরিত্র সুকুমারী। শিল্পী: রাধারাণী] [প্রচারপুস্তিকা।
- সুরকার: পঙ্কজকুমার মল্লিক