এই নীরব নিশীথ রাতে (ei nirob nishith raate)
এই নীরব নিশীথ রাতে
শুধু জল আসে আখি-পাতে ।
কেন কি কথা স্মরণে রাজে?
বুকে কার হতাদর বাজে?
কোন ক্রন্দন হিয়া-মাঝে
ওঠে গুমরি' ব্যর্থতাতে
আর জল ভরে আঁখি-পাতে॥
মম ব্যর্থ জীবন-বেদনা
এই নিশিথে লুকাতে নারি।
তাই গোপনে একাকী শয়নে
শুধু নয়নে উথ্থলে বারি।
ছিল সেদিনো এমনি নিশা,
বুকে জেগেছিল শত তৃষা ,
তারি ব্যর্থ নিশাস মিশা
ওই শিথিল শেফালিকাতে
আর পূরবীর বেদনাতে॥
- রচনাকাল: ছায়ানট কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত গানটি প্রকাশিত হয়েছিল। গানটির নিচে রচনা ও স্থানের তারিখ ছিল- 'কলিকাতা/ফাল্গুন ১৩২৭ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২১)। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- ছায়ানট
- প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস,২২ সেপ্টেম্বর ১৯২৫, ৬ আশ্বিন ১৩৩২] শিরোনাম 'ব্যথা-নিশীথ' । পৃষ্ঠা ৮৫-৮৬]
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১। ছায়ানট। শিরোনাম 'ব্যথা-নিশীথ'। পৃষ্ঠা ৩২]
- নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। টপ্পা। ২। বাহার-মধ্যমান। পৃষ্ঠা ৮৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] ৭৩। নজরুল গীতিকা। টপ্পা। বাহার-মধ্যমান। পৃষ্ঠা: ২২০]
- ছায়ানট
- পর্যায়: