টলমল টলে হৃদয়-সরসী (tolomol tole hridoy-shoroshi)
টলমল টলে হৃদয়-সরসী।
নীর ভরণে এলে কে ষোড়শী॥
এলে কি নাহিতে, পরশ চাহিতে
এলে কি অলস তরণী বাহিতে,
এলে কি ভুলিতে কমল তুলিতে ─
আমার স্বপন-মানসী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে জুলাই মাসে (আষাঢ়- শ্রাবণ ১৩৪৩) এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- রেকর্ড: এইচএমভি। জুলাই ১৯৩৬ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৩)। এন ৯৭৩৮। শিল্পী: অনিমা বাদল। সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৩-৬৪।] [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: হ্মপা