টারালা টারালা টারালা (tarala tarala tarala)

টারালা টারালা টারালা টা টারালা টারালোল্লা
নাচে শুট্‌কী শুক্‌নো সহেবকে ধ'রে মুট্‌কী মিস্‌ আরসোল্লা।
হা-হা-হা-হা-হা॥
খুরওয়ালা জুতা পরে খটখট ঠেংরী নাড়ে
            চাবুক খেয়ে জোড়া ঘোড়ায় যেন পেছ্‌লি ঝড়ে!
দেখে পাদ্রি,পুরুত, মোল্লা বাবাজী কাছা খোল্লা
আর বাবাজী কাছা খোল্লা॥
দেখে আণ্ডাওয়ালা ভাবে বুঝি খেল্‌ ডাণ্ডাগুলি
 হা গণ্ডার মার্কা ষণ্ডা বিবি খেল্‌ ডাণ্ডাগুলি
 হা ভাব-আবেশে নয়ন তাহার হলো নয়ান ঝুলি;
নেকু বাবুর ঢেকুর ওঠে পেটে মেকুর আচ্‌ড়ায়!
           কাল্লু ভাবে মেম পলোয়ান সাহেবকে বুঝি পাছড়ায়।(হায় হায় হায়)
           যতো কাব্‌লিওয়ালা মাউড়া সব গো গিয়া ভাই বাউড়া।
           মোষের গাড়োয়ান প্রেম-রসে হলো রসগোল্লা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০  খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে সেনোলা রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের ১৫০সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭।
  • রেকর্র্ড: সেনোলা [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)]। কিউএস ৫০২। শিল্পী:বরোদা গুহ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।