ঢল ঢল নয়নে স্বপনের ছায়া গো (dholo dholo noyone shwoponer chhaya go)

ঢল ঢল নয়নে স্বপনের ছায়া গো।
কোন্‌ অমরার কোন্‌ মায়া গো॥
        মনের বনের 'পারে
        চকিতে দেখেছি যারে,
সে এলে কি আজ ধরি' কায়া গো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫১৫। পৃষ্ঠা: ৭৭৫] [অলোক কুমার সেন (শ্রবণ নমুনা)]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।