ডেকো না আর দূরের প্রিয়া থাকিতে দাও নিরালা (deko na ar durer priya thakite dao nirala)

ডেকো না আর দূরের প্রিয়া থাকিতে দাও নিরালা।
কি হবে হায় বিদায়-বেলায় এনে সুধার পিয়ালা॥
সুখের দেশের পাখি তুমি কেন এলে এ বনে,
আজ এ বনে জাগে শুধু কণ্টকের স্মৃতির জ্বালা॥
মরুর বুকে কি ঘোর তৃষ্ণা বুঝিবে কি মেঘ-পরী,
মিটিবে না আমার তৃষ্ণা ঐ আঁখি-জলে বালা॥
আঁধার ঘরের আলো তুমি আমি রাতের আলেয়া,
ভোলো আমায় চিরতরে, ফিরিয়ে নাও এ ফুল-মালা

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ‌মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪০) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৮৭। ভীম-পলশ্রী-মিশ্র-দাদরা
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৮৭। ভীম-পলশ্রী-মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৪৫]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৩৭। রাগ: ভীম-পলশ্রী-মিশ্র, তাল-দাদরা।পৃষ্ঠা: ৪৩১]
       
  • রেকর্ড: টুইন [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। এফটি ৩০৫৮। শিল্পী: সুবল দাশগুপ্ত]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।