ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে (domni dobay elo jele jal felate)

দ্বৈতকণ্ঠে :   ডোমনী ডোবায় এলো জেলে জাল ফেলাতে।
                ডোমনী ডোবায় এলো জেলেনী, জালোর সাথে।
দ্বৈতকণ্ঠে :   ফেল জাল, তোল জাল,
                ঝপাং ঝপাং।
জেলো :      আমার জালে মাছ উঠেছে
                কোলা কোলা ব্যাঙ॥
দ্বৈতকণ্ঠে :   ফেল জাল, তোল জাল,
                ঝপাং ঝপাং।
                আমার জালে মাছ উঠেছে
                কৈ, মাগুর চেং॥
দ্বৈতকণ্ঠে :   ডোমনী ডোবায় মাছ নাই
                আমপুকুরে যাবো।
                আমপুকুরে না পেলে
                তালপুকুরে যাবো॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    •  'জেলে ও জেলেনী' পালার গান। দ্বিতীয় দৃশ্য। প্রথম গান। জেলে ও জেলেনির গান। নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। পৃষ্ঠা: ৪৯
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৯৬১]
  • বিষয়াঙ্গ: : জেলে ও জেলেনী পালার দ্বিতীয় গান। ভণিতা নাই।

সূত্র:

  • নজরুল লেটো ও লোক-ঐতিহ্য। ওয়াকিল আহমদ। নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০৮।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।