তওফিক দাও খোদা ইসলামে মুসলিম্ জাঁহা পুন হোক আবাদ (tawfiq dao khoda islame muslim jahan puno hok abad)

       তাল: তেওড়া

তওফিক দাও খোদা ইসলামে মুসলিম্ জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সালতানত্ দাও সেই বাহু সেই দিল্ আজাদ॥
                দাও সে হাম্‌জা সেই বীর ওলিদ
                দাও সেই উমর হারুন অল রশীদ,
দাও সেই সালাহউদ্দীন আবার পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥
                দাও সেই রুমী সাদী হাফিজ
                সেই জামী খৈয়াম সে তবরিজ
দাও সে আকবর সেই শাহ্‌জাহান দাও তাজমহলের স্বপ্ন সাধ॥
                দাও ভা'য়ে ভা'য়ে সেই মিলন
                সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
হোক বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ॥

  •  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার 'ফাল্গুন ১৩৩৯' (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম  প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ইমন মিশ্র-পোস্তা। পৃষ্ঠা: ৯৫-৯৬]
      • নজরুল রচনাবলী, জন্মজয়ন্তী সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৭৮। ইমন মিশ্র-পোস্তা।। পৃষ্ঠা ২৭৩]
  • পত্রিকা: মোহাম্মদী [ফাল্গুন ১৩৩৯ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৩)]
     
  • রেকর্ড:  টুইন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)]। এফটি ২৯৬৯। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ১৫তম গান। পৃষ্ঠা: ৪৬-৪৯]। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী)
    • সুরাঙ্গ:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।