তপোবনে ফুল বাস ছড়ায় সুবাস (topobone ful bash chhoray shubash)
প্রথম অপ্সরী : তপোবনে ফুল বাস ছড়ায় সুবাস।
দ্বিতীয় অপ্সরী : বাসে মন উচাটন। এ যে মধু মাস॥
তৃতীয় অপ্সরী : এসো এসো ফুল তুলি,
চতুর্থ অপ্সরী : ভাঙি, এসো ডালগুলি,
পঞ্চম অপ্সরী : ফুল-পরাগে মাখামাখি মলয় বাতাস॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজপুত্র-মন্ত্রীপুত্র। তৃতীয় দৃশ্যান্তর (প্রথম গান)। নর্তকীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪৭।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৫৯৬]
- বিষয়াঙ্গ: লোক-কাহিনি অবলম্বনে রচিত 'রাজপুত্র-মন্ত্রী' পালার চাপান সং'-এর গান। দ্বিতীয় গান। ভণিতা নাই।