তব ঐ দু'টি চঞ্চল আঁখি (tobo oi duti choncholo ankhi)

তব ঐ দু'টি চঞ্চল আঁখি।
আদর সোহাগ প্রেম-অনুরাগ ─
            মান অভিমান মাখামাখি॥
বুঝিতে পারি না তারই ভাষা
তবু মনে বুঝিবার আশা,
তাই বুঝি হায় নিল বাসা ─
            ওরই মাঝে মোরই আঁখি॥
মুদিত কমলে ভ্রমর যেন
বন্দি হইয়া রহি হেন,
আঁখি ফিরাতে পারি না কেন ─
            ওরই মাঝে ডুবে থাকি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৩৬। 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।