তব চরণ-প্রান্তে মরণ-বেলায় (tobo choron prante moron belay)

তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও, হে প্রিয়।
তুমি মুছায়ে ক্লান্তি, ঘুছায়ে শান্তি (প্রাণে) শান্তি বিছায়ে দিও॥
            বরণের ডালা সাজায়ে, হে স্বামী,
            সারাটি জীবন চেয়ে আছি আমি;
তুমি নিমিষের তরে মোর দ্বারে থামি' সে ডালা চরণে নিও॥
            তারপর আছে মোর চির-সাথী
            অকূল আঁধার অনন্ত রাতি,
ক্ষোভ নাই, যদি নিভে যায় বাতি, - তুমি এসে জুলাইও॥
            যে যাহা চেয়েছে, পেয়েছে সে কবে;
            আশা ঝ'রে যায় নিরাশ নীরবে,
আঘাত-বেদনা, বঁধু সব স'রে (শুধু) একবার দেখা দিও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ছায়াবীথি পত্রিকার চৈত্র ১৩৪১ (মার্চ-এপ্রিল ১৯৩৫) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৯০৬। তাল: কাহারবা। পৃষ্ঠা ৫৭৫]
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ২৯। for Miss Satyabati (HMV)। কীর্ত্তন। পৃষ্ঠা ৫৫।]
  • পত্রিকা:  ছায়াবীথি [চৈত্র ১৩৪১ (মার্চ-এপ্রিল ১৯৩৫)]। কীর্তন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।