তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো (tobo cholar pothe amar ganer ful chhoriye jai go)

  তব  চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো।
তারা  ধুলায় প'ড়ে কেঁদে বলে 'তোমার পরশ (আল্‌তা) হ'তে চাই গো॥
                     ওরা রাঙা হ'য়ে অনুরাগের রসে
                     তোমার চরণ-তলে পড়ে খ'সে,
        ওদের দ'লে যেও, নাই যদি হয় বক্ষে তোমার ঠাঁই গো॥
  ওরা  বুক পেতে দেয় পায়ের কাছে, অশ্রু-টলমল,
 বলে  'ধূলির পথে চলো না গো, ফুলের পথে চল।'
             (তুমি) চরণ ফেল কেন ভয়ে ভয়ে
                     বিরহ মোর ফুটেছে ফুল হ'য়ে,
         কাঁটা আছে আমার বুকে, ফুলে কাঁটা নাই গো॥

  • ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫মে ১৯৫২ খ্রিষ্টাব্দ),  গানটি বুলবুল দ্বিতীয় খণ্ড অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
     
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৯৪ । পৃষ্ঠা ৩০১-৩০২]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৪৪৩। পৃষ্ঠা ৪৩৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।