তবে শুনুন মহারাজ করি নিবেদন (tobe shunun moharaj kori nibedon)

তবে শুনুন মহারাজ করি নিবেদন।
এ হাতি জীবিত এর নাহিকো স্পন্দন॥
        বড় তরমুজ খেতে গিয়ে,
        এ বেটা গলাতে লাগিয়ে,
বেটা বোকা পড়েছে বিপাকে এখন॥
        তাই বন্ধ আছে নিঃশ্বাস,
        আপনিও ছেড়েছেন আশ,
এখনি বেরুবে শ্বাস, শোন গো রাজন॥
        গলগণ্ডে মুগুর আঘাতে,
        ঐ তরমুজ হইবে ভাঙিতে
এ হাতি প্রাণ পাবে দেহেতে, শুনুন বচন॥
        ভেবে ভ্রমর কবি বলে,
        রোগ সারে তদবির করিলে,
বাঁচবে হাতি বৈদ্য কৌশলে, লভিবে জীবন॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'বিদ্যা ভুতুম' পালা গান। প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। বৈদ্যের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৫৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৮০০]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'বিদ্যা ভুতুম' দ্বিতীয় গান। ভণিতা 'ভ্রমর কবি'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।