তারকা-নূপুরে নীল নভে ছন্দ শোন্ ছন্দিতার (taroka-nupure nel nove chhondo shon chhonditar)

    তাল: ছন্দবৃষ্টি প্রপাত (৪৮ মাত্রা)
তারকা-নূপুরে নীল নভে ছন্দ শোন্ ছন্দিতার।
সৃষ্টিময় বৃষ্টি হয় নৃত্য সেই নন্দিতার॥
সাগরে নদীতে ঢেউ তোলে সেই দেবীর মুক্তকেশ।
সঙ্গীতের হিন্দোলে তাঁর আঁখির প্রেম-আবেশ।
পবনে পবনে হিল্লোলে নীল আঁচল চঞ্চলার
ছন্দোময় আনন্দময় চরণশ্রী বন্দি তাঁর॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • শেষ সওগাত
      • প্রথম সংস্করণ [২৫শে বৈশাখ ১৩৬৫ (বৃহস্পতিবার, ৪ মে ১৯৫৮)। ছন্দিতা। ১০ ছন্দবৃষ্টিপ্রপাত]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। শেষ সওগাত। ছন্দিতা।  ১০ ছন্দবৃষ্টপ্রপাত। পৃষ্ঠা ১২১]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০৫৩। তাল: মণিমালা (৪৮ মাত্রা)। পৃষ্ঠা: ৪৩৩-৪৩৪]
  • বেতার: ছন্দিতাকলকাতা বেতার-কেন্দ্র। ২৬ জুলাই ১৯৪১ [শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮] সময়: ৮-৮.৩৯।

সূত্র:

  • বেতার জগৎ। ১২শ বর্ষ, ১৪শ সংখ্যা। ১৬ জুলাই ১৯৪১। পৃষ্ঠা: ৮৩৬
  • The Indian Listener পত্রিকার Vol VI, No. 14, 7 july 1941. page 71

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।