(তুই) মা হ'বি না মেয়ে হ'বি দে মা উমা ব'লে (tui ma hobi na meye hobi de maa uma bole)

(তুই)      মা হ'বি না মেয়ে হ'বি দে মা উমা ব'লে
             তুই আমারে কোল্ দিবি, না আমিই নেব কোলে॥
                      মা হয়ে তুই মা গো আমার,
                      নিবি কি মোর সংসার-ভার।
             দিন ফুরালে আসব ছুটে, মা তোর চরণ-তলে।
 (তুই)     মুছিয়ে দিবি দুঃখ-জ্বালা তোর স্নেহ-অঞ্চলে॥
             এক হাতে মোর পূজার থালা ভক্তি-শতদল।
(ও মা)     আর এক হাতে ক্ষীর নবনী, কি নিবি তুই বল্।
                                          ওমা কি নিবি তুই বল্।
                      মেয়ে হ'য়ে মুক্ত-কেশে,
                      খেলবি ঘরে হেসে হেসে,
             ডাকলে মা তুই ছুটে এসে, জড়াবি মোর গলে।
(তোরে)   বক্ষে ধ'রে শিব-লোকে যাব আমি চলে॥

  • রচনাকাল ও স্থান:   গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি । [মে ১৯৩৭  খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)। এন. ৯৮৯৬। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৪ সংখ্যক গান] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।