তুম্ হো মেরে মন্কে মোহন রায় হুঁ প্রেম অভিলাষ (tum ho mere man ki mohan)

তুম্ হো মেরে মন্‌কে মোহন রায় হুঁ প্রেম অভিলাষী।
তুম্হারি মায়া হরতি মনকো নহি অপরাধী র্যে দাসী॥

প্র্যভুজী তুম্‌হারি মূরতি শ্যামাবিহারী
মোহত যোগী আওরা সন্সারী,
ম্যয়তো অব্লা ব্রিজকি নারী উন্ চরণু তীরথ-বাসী॥
মায় হুঁ তুমহারে মোহন রূপ নিহারে
নরভি আপন ভুলতে সারে,
রমণী ভাও প্রভু জাগত মনমে চাহে হো সন্ন্যাসী –
প্র্যভুজী নাহি অপরাধী দাসী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ-মাঘ ১৩৪৪), এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ৩৮ বৎসর ছিল ৭ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৭০। পৃষ্ঠা:৭৬২-৭৬৩]
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৪১ । এন ১৭০২৩। শিল্পী: পারুল সেন। সুর: নজরুল ইসলাম]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।