তুমি আনমনে গেলে চলিয়া জানো না গো (tumi anomone gele choliya jano na go)

তুমি আনমনে গেলে চলিয়া জানো না গো কারে দলিয়া।
তুমি জানো না কার পূজা-সম্ভার ভাসালে তটিনী গলিয়া॥
ওগো উদাসিনী! তব স্রোত-ধারে
ডুবে যে মরিল দেখেছ কি তারে?
ফেলি তারে স্মৃতি-বালুকার ‘পারে তুমি চল ছলছলিয়া॥
বৃথা তব স্রেতে ভাসাইনু মালা
বৃথা তব কূলে এত ফুল-ডালা,
তুমি মনের ভুলে কখনো এ কূলে, কভু ও-কূলে পড়ো ঢলিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৪৯। পৃষ্ঠা: ৭৮৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।